মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, থানায় অভিযোগ দায়ের হল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির তরফ থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিরং এর সাথেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি। বিশাল নামক এক যুবক নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করে। সেই ছবি ভাইরাল হয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় শিলিগুড়ি শহর জুড়ে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির তরফ থেকে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় লিখিতভাবে। অবিলম্বে ওই যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে বলে দাবি জানায় তারা।

অবশেষে পুলিশ গোটা ব্যাপারটি তদন্ত করে দেখে , জানা যায় ওই যুবক বর্তমানে সিকিমেরই বাসিন্দা। মাঝে মাঝে সে শিলিগুড়িতে আসতো। তার নিজস্ব ফেসবুক পেজে অনেকদিন ধরেই অনেক ছবি সে বিকৃতভাবে পোস্ট করছিল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বিকৃত করে পোস্ট করার পরই নড়েচড়ে বসে প্রশাসন। অন্যদিকে পবন চামলিং এর এখনো পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *