মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই চলতে হবে আমাদের দলীয় কর্মীদের এই বার্তায় দিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এবার লোকসভা ভোটে আমাদের ফলাফল একেবারেই আশানুরূপ হয়নি, সে কারণেই আমরা হেরেছি তাই এই একুশে জুলাই সভায় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন ঠিক সেই ভাবেই আমাদের এগিয়ে চলতে হবে। তিনি যা বলবেন আমাদের ঠিক ঐভাবেই চলতে হবে। কারণ ভোটে ভালো ফলাফল করতে হলে দলমত নির্বিশেষে আমাদের কাজ করতে হবে মানুষের জন্য। মানুষ আমাদের জয়ী করেন মানুষের সমস্যা আমাদের সমস্যা। তাই মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে বলে জানালেন জেলা সভাপতি।

এদিন তিনি এও বলেন এবারের লোকসভা ভোটের আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট করেছেন উত্তরবঙ্গের মানুষের জন্য, এমনকি অধিক রাত্রেও তিনি বাগডোগরা এয়ারপোর্টে এসেছেন, জলপাইগুড়িতে ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের পাশে থাকবার জন্য, দাসত্ব আমাদের জয় এলোনা এটা খুবই দুর্ভাগ্যজনক বলে জানালেন জেলা সভাপতি। তুমি জানান কেন এবার আমরা পারলাম না সেটা আমাদের নিজেদেরই জিজ্ঞেস করতে হবে নিজেকে, আমাদের কর্মীরা আমাদের জন্য প্রচুর পরিশ্রম করেন করে চলেছেন এবং ভবিষ্যতেও করবেন এটা ভাবতে খারাপ লাগছে তাদের জন্য এত পরিশ্রম তারা করা সত্ত্বেও আমরা হেরে গেলাম। বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই এখনই যদি নিজেদের ভুল্ট্রুতি গুলো শুধরে এগিয়ে যেতে না পারি তবে পরবর্তীকালে ভোটের ফলাফলে পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমাদের সবাইকে নিজেদের নিজেদের ওয়ার্ডে দেখতে হবে তবেই ৪৭ টি ওয়ার্ডে আমরা এগিয়ে যেতে পারবো বলে জানালেন জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *