মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে রাজ্য মন্ত্রীসভা থেকে ছাঁটাই করলেন পার্থ চ্যাটার্জিকে
বেস্ট কলকাতা নিউজ : এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জিকে রাজ্য মন্ত্রিসভা থেকে ছাটাই করলেন এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরে। রাজ্য মন্ত্রিসভার কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই মুখ্য সচিব রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে ছাটাই করার কথা জানিয়ে দেন নবান্ন থেকে নির্দেশিকা জারি করে । অবশেষে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল মন্ত্রিত্ব থেকে । গ্রেফতারের ৬দিন পরে পার্থ অপসারিত হল মন্ত্রিত্ব থেকে । পার্থ চট্টোপাধ্যায় অপসারিত হল পরিষদীয়, শিল্প-বাণিজ্য-তথ্য প্রযুক্তি মন্ত্রিত্ব থেকে ।
এদিকে পার্থকে সরানোর সিদ্ধান্ত নেওয়ার পর মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, আপাতত তাঁর হাতে থাকবে পার্থর অধীন তিনটি দফতরই। রাজভবনের অনুমোদন অনুযায়ী পার্থকে সরানো হয়েছে। নবান্ন বিজ্ঞপ্তি জারি করে সেই মর্মেই । অর্থাৎ, প্রচলিত নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে জানিয়েছেন, পার্থকে আর রাখা হচ্ছে না মন্ত্রিত্বে।তাঁর অধীন দফতরগুলি (শিল্প, পরিযদীয় এবং তথ্যপ্রযুক্তি) দেখবেন মুখ্যমন্ত্রীই স্বয়ং । রাজ্যপালের তরফে ওই বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয় মুখ্যমন্ত্রীর সুপারিশ মেনে। তার পরেই নবান্ন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে।