মুর্শিদাবাদের হিংসায় নিহতদের পরিবারের মামলা শুনল না কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জাফরাবাদে নিহত দু’জনের পরিবারের দায়ের করা মামলা শুনলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের মামলা ব্যক্তিগত কারণে ছেড়ে দিলেন বিচারপতি । এখন প্রধান বিচারপতি ঠিক করবেন, এই মামলা কোন বিচারপতি শুনবেন ।নিহতের পরিবারের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি জানান, তিনি এই মামলা শুনবেন না । কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে একটি মামলা বিচারাধীন রয়েছে । ১৫ মে সেই মামলার শুনানি রয়েছে । সেখানে এই বিষয়টি উল্লেখ করার কথা জানিয়েছেন বিচারপতি ।

সল্টলেকে পুলিশ ওই পরিবারের সদস্যদের হেনস্থা করেছে বলে অভিযোগ করে, আপাতত পরিবারের সদস্যদের পুলিশি নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছিলেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । কিন্তু তাতে সম্মতি দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । উল্লেখ্য, নিরাপত্তার আর্জির পাশাপাশি মুর্শিদাবাদে যেভাবে দু’জনকে খুন করা হয়েছিল, তার সিবিআই তদন্তেরও আর্জি জানিয়েছিল পরিবার । এদিকে এবিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন । তবে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি উল্লেখ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । আজ যখন আইনজীবীরা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন, তখন বিচারপতি ঘোষ বেশ বিরক্তির সঙ্গে জানান যে, তিনি এই মামলা শুনতে চান না । তবে প্রধান বিচারপতি যদি নির্দেশ দেন, তবেই তিনি মামলা শুনবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *