” যদি কাগজে লেখো নাম ” মান্না দের কালজয়ী গান দিয়ে জবাবি ভাষণ দিলেন মেয়র গৌতম দেব
নিজস্ব সংবাদদাতা : মেয়র জবাবি ভাষণ দিলেন ” যদি কাগজে লেখা হয়” মান্নাদের এই কালজয়ী গানের মধ্য দিয়ে। এদিন তিনি বলেন তৃণমূল পরিচালিত পুরসভা মানুষের জন্যই কাজ করছে। এতে কোন দ্বিমত নেই, মানুষের কাছে পৌঁছাতে হলে মানুষের জন্য কাজ করতে হয়। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি গত তিন বছর ধরে। মেয়র গৌতম দেব এদিন জানান, বিরোধীরা যেভাবে বিরোধিতা করছে আমরা তার উত্তরে একটাই কথা বলব, আমরা মানুষের জন্য কাজ করছি।

মেয়র গৌতম দেব এদিন আরো জানান আমাদের বিরোধীদের কথার উত্তর না দিয়ে যদি মানুষের জন্য কাজ করার দরকার হয়, আমরা তা করবো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে এবং মানুষের কাছে থেকে শিখিয়ে দিয়েছেন কিভাবে কাজ করতে হয়। আর আমাদের পুরসভা সেটাই করে চলেছে ক্রমাগত। যে বাজেট পাস হয়েছে তাতে শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডের কাউন্সিলরদেরই লাভ হবে। আমরা চিন্তা করি মানুষের কাজ মানুষকেই করে যেতে হবে। এটাই আমাদের বর্তমান এটাই আমাদের ভবিষ্যৎ। মানুষ বিশ্বাস করে আমাদের ভোট দিয়েছেন, আর মানুষ বিশ্বাস করে আমাদের কাছে থাকতে পেরে আবার হয়তো ভোট দেবেন। এবারের যে বাজেট পাস হয়েছে সেটা সবার জন্য বাজেট। এতে কোন ভুল নেই, বিরোধীদের কাজ বিরোধিতা করা। আমি এটুকুই বলতে পারি, তৃণমূল পরিচালিত পৌরসভা থাকার সময় বিরোধীরা কোন অসুবিধা বোধ করবে না, অন্তত আর্থিক দিক দিয়ে।