যাত্রীবোঝাই মিনিবাসে অগ্নিকাণ্ড হাওড়া ব্রিজের উপর, ছড়ালো ব্যাপক চাঞ্চল্য
বেস্ট কলকাতা নিউজ : এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাওড়া ব্রিজের উপর একটি যাত্রীবোঝাই মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনায়৷ এও খবর মিলেছে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতাগামী ওই মিনিবাসটিতে আগুন লেগে যায় বলে৷ তবে ট্রাফিক পুলিশের দাবি এই অগ্নিকাণ্ডের ঘটনায় মিনিবাসের যাত্রীরা নিরাপদেই আছেন৷ কিন্তু পলাতক বাসের চালক ও কন্ডাক্টর৷ পুলিশ পলাতক বাসের চালক ও কন্ডাক্টরের খোঁজ শুরু করছে৷ অন্যদিকে তদন্তও শুরু হয়েছে আগুন লাগার কারণ জানতে৷ পুলিশ সূত্রে আরও খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি যাত্রীবোঝাই মিনিবাস কলকাতার দিকে যাচ্ছিল হাওড়া থেকে৷ আচমকাই ওই বাসটিতে আগুন লেগে যায় হাওড়া ব্রিজের ১৭ নং পিলারের কাছে আসতেই৷ খবর পেয়ে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে৷ আগুন নেভানো সম্ভব হয় প্রায় আধ ঘণ্টার চেষ্টায়৷
প্রাথমিক অনুমান, আগুন লেগেছে ইঞ্জিনের শর্ট সার্কিট থেকেই৷ তবে প্রকৃত কি কারণে আগুন লেগেছে তদন্ত শুরু হয়েছে তা জানতে৷ বড় ধরনের কোনো অঘটন ঘটেনি, যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে আসায়৷ এই ঘটনায় চালকের কোনও গাফিলতি আছে কিনা,খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়ও৷ প্রত্যক্ষদর্শীদের মতে, মিনিবাসে প্রথমে ধোঁয়া দেখতে পেয়েই বাস থেকে নিরাপদে নিচে নেমে আসেন যাত্রীরা সকলেই৷ হরিনাভি-হাওড়া রুটের মিনিবাসটি এরপর দাউ দাউ করতে জ্বলতে শুরু করে ব্রিজের উপরই৷ ট্রাফিক সূত্রের খবর যাত্রীরা সকলেই সুরক্ষিত আছে বলেই৷ তবে হাওড়া ব্রিজে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এই ঘটনার জেরে৷ যদিও পরে যান চলাচল স্বাভাবিক করা হয় পোড়া বাসটিকে সরিয়ে নিয়ে গিয়ে৷