যানযট সমস্যা এই শীতে কমাতেই হবে জানালেন মেয়র
শিলিগুড়ি : আমাদের শহরে যানযট সমস্যা বেড়েই চলেছে কমাতে হবে এই সমস্যা।এদিন ঠিক এই কথাই জানিয়ে মেয়র নির্দেশ দিলেন যেই হোক যেখানে সেখানে কোনভাবেই গাড়ি রাখা যাবে না। আমি নির্দেশ দিলাম এইভাবে আর শিলিগুড়ি শহরকে বিরক্ত করা যাবে না। শিলিগুড়ির মানুষ প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে আছেন, বিশেষ করে যারা হেটে যাতায়াত করেন তারা প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে পড়েন। যেকোন জায়গায় ফাকা দেখলেই গাড়ি রেখে চলে যাচ্ছেন গাড়ির মালিক। এটা কোন নিয়ম নয় একটা সুস্থ শহরে গাড়ি চলাচল এবং গাড়ি থাকবে একেবারেই পরিকল্পিতভাবে। মানছি শিলিগুড়িতে আগের থেকে মানুষ বেড়েছে, সেই কারনে বেড়ে গেছে দুচাকা এবং চারচাকার গাড়ি। কিন্তুু তাবলে এইভাবে একটা শহরের ভারসাম্য নষ্ট করে দেবে একটা গাড়ি এটা ভাবাই যায় না। তাই গাড়ি রাখার সময় চিন্তা করেই গাড়ি রাখতে হবে বলে জানান মেয়র গৌতম দেব।তিনি আরো জানান পুরনিগম কড়া পদক্ষেপ নেবে এবারে অবৈধ পার্কিং এর বিষয়ে। এই ব্যাপারে তিনি সব কাউন্সিলারকেই নির্দেশ দেন তারা যেন নিজের নিজের ওয়ার্ডে অবৈধ পার্কিং নিয়ে সচেষ্ট হন।