যেভাবেই হোক তৃণমূলের বদনাম করতে হবে,তৃণমূল যুব কংগ্রেসের ডাকা মিছিলে থেকে এমনটাই জানালেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : যেভাবেই হোক তৃণমূলের বদনাম করতে হবে।, তৃণমূল যুব কংগ্রেসের ডাকা মিছিলে থেকে এমনটাই জানালেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি এদিন জানান দিনের পর দিন এই ভাবেই চলছে, সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন। এদের মধ্যে আঠারো হাজার যোগ্য শিক্ষক। আজকে তারা জীবনে অন্ধকার পথে চলেছেন, একেবারে রাস্তায় চলে এসেছেন। তারা আন্দোলন করছেন, এটা অবশ্য কোন ভুল কথা নয় । তাদের উপর তাদের পরিবার নির্ভরশীল, তাই তারা আর কোন দিক পাচ্ছেন না খুঁজে। অন্যদিকে বিজেপি এবং সিপিএম এই সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছে। তারা চাইছে আগামী ছাব্বিশে নির্বাচনে যেভাবে হোক তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হোক। একের পর এক কেচ্ছা এবং কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে ফেলতে চাইছে তারা।

এদিন শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে তৃণমূলের যুবক কংগ্রেসের ডাকা এই মিছিলে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ তৃণমূল যুব কংগ্রেসের অন্যান্য সদস্য এবং সামর্থকেরা। ঐদিন জেলা সভাপতি এও জানান আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকদের জন্য লড়াই করতে হবে। কারণ তারা আজকে চরম অসহায়। কোন পথ খুঁজে পাচ্ছেন না , তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনের জোর আমাদেরই বাড়াতে হবে। তৃণমূল যুব কংগ্রেসের ডাকা এই মিছিলে এ দিন উপস্থিত হয়েছিলেন জেলা তৃণমূল , তৃণমূল যুব এবং মহিলা কর্মীরাও । এদিন জেলা সভাপতি আরো জানান শিক্ষকদের চাকরি হারানোটা দুঃখজনক, তবুও আমি বলব আপনারা কোন রকম রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না। আপনাদের সাথে আমরা আছি। সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন , ভালো ফলই পাবেন। এছাড়া এদিন মেয়র গৌতম দেব জানান আমাদের সবাইকে লড়াই করে জিততে হবে । এ লড়াই আমাদের সবার , শিক্ষকের জন্য আমাদের লড়াই করতে হবে।