রথযাত্রায় চারাগাছ বিতরন করলেন জেলা সভাপতি, “আমাদের প্রকৃতিই রক্ষা করে”এমনটাই জানালেন তিনি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : রথযাত্রা উপলক্ষে শিলিগুড়িতে চারাগাছ বিতরন করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি জানালেন আমাদের প্রকৃতিই রক্ষা করে। গাছ আমাদের জীবন বাচিয়ে রাখে, কথায় আছে একটি গাছ এবং একটি প্রান। আমাদের দৈনন্দিন জীবনে গাছের যে কতখানি ভূমিকা আছে সেটি একমাত্র সেই বুঝতে পারবে যে গাছকে ভালোবাসে। আজকে রথযাত্রা, এই পবিত্র দিনে গাছের অপরিহার্যতা বোঝানোর জন্য এই চারাগাছ বিতরন করা হল। কারন প্রকৃতির ভারসাম্য রক্ষা করে গাছ। আর সেই গাছ পোতার দায়িত্ব যদি আমরা সবাই নিই তবে পৃথিবীতে সবুজই ভারসাম্য রক্ষা করে যাবে। এই যে প্রকৃতি এতটা দূষিত হয়ে পড়েছে, এত জটিল রোগ চলে এসেছে তাদের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে একমাত্র গাছ।

তিনি আরো জানান প্রকৃতির ভারসাম্য যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেই দিকে আমাদের সবাইকে লক্ষ রাখতে হবে। তাই আজকে গাছ তুলে দেওয়া হল সবার হাতে। মানুষ যেদিন গাছের গুরুত্ব বুঝতে পারবে সেদিন প্রকৃতি সুন্দর হয়ে উঠবে। প্রভু জগন্নাথ দেবের আর্শীবাদ নিয়ে আজকে আমরা গাছ পোতা শুরু করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *