রাইফেলের ডগায় বিশ্ব কাঁপিয়ে অর্জুন পুরস্কারের পথে বঙ্গকন্যা মেহুলি ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী—এই প্রবাদকে বাস্তবে প্রমাণ করে চলেছেন বঙ্গকন্যা মেহুলি ঘোষ। আন্তর্জাতিক মঞ্চে রাইফেল শুটিংয়ে একের পর এক সাফল্যের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে এবার অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। তাঁর এই কৃতিত্বে গর্বে বুক ভরছে গোটা বাংলা ও দেশের ক্রীড়াপ্রেমীদের। কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অদম্য মানসিকতাই মেহুলিকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। মেহুলির অসাধারণ সাফল্য সত্যি সত্যি তারিফ করবার মতন। এদিকে কিভাবে সে এই জায়গায় পৌছালো সেটা একমাত্র সেই ভালোভাবে বলতে পারবে। আগামীদিন তার জন্য যে অনেক অনেক সাফল্য অপেক্ষা করছে সেটা বলার অপেক্ষা রাখে না। এবার সে অর্জুন পুরস্কার পেতে চলেছে। সে জানিয়েছে এটাও তার একটা আলাদা প্রাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *