রাজনীতির আগে মানুষ, বিজেপী বিধায়কের বাড়িতে গেলেন জেলা সভাপতি
শিলিগুড়ি : বরাবরই শিলিগুড়ি একটু আলাদা তাই এখানে সবকিছু হয় অন্য ধরনের। রাজনীতি থাকে রাজনীতির জন্য মতপার্থক্য থাকে, কিন্তুু সবার উপরে মানুষ থাকে। সেই প্রমান দিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন তিনি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বাড়িতে গেলেন যার মা কিছুদিন আগেই প্রয়াত হয়েছিলেন। এদিন সকালে জেলা সভাপতি পাপিয়া ঘোষ পৌছে যান বিজেপী বিধায়কের বাড়িতে। তার কুশল কামনা করে তার পরিবারের মানুষের সাথে দেখা করে কথাবার্তা বলেন। বিধায়কও জেলা সভাপতিকে বাড়িতে দেখে প্রথমে কিছুটা অবাক হলেও পরে জেলা সভাপতিকে অভ্যর্থনা করে ঘরে নিয়ে যান। জেলা সভাপতি বিধায়কের মায়ের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বেশ কিছুক্ষন তার বাড়িতে বসেন জেলা সভাপতি।
পরে তিনি সাংবাদিকদের জানান সবার উপরে মানুষ, বিধায়কের মা প্রয়াত হয়েছেন কিছুদিন আগে, পৃথিবীতে মায়ের অভাব কেউ পূরন করতে পারে না, এই একটা সম্পর্ক আছে যেখানে কোন ধরনের উদ্দেশ্য কাজ করে না। আমি শুনেছিলাম সময় করে উঠতে পারছিলাম না, আর আমার এখানে আসাটা দরকার ছিল। এই সময় মানুষের পাশে মানুষ থাকবে এটাই তো স্বাভাবিক। আমিও এর চাইতে বেশী কিছু করি নি। অন্যদিকে বিধায়ক জানালেন শিলিগুড়ি সবসময় ব্যাতিক্রম তাই শিলিগুড়িই একমাত্র শহর যেখানে এই ধরনের ঘটনা দেখা যায়। আজকে জেলা সভাপতি নিজে সময় বের করে আমার মায়ের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলেন এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আর উনি সত্যি একটু আলাদা। তাই আজকের দিনটা আমাদের কাছে মনে রাখার মত দিনই হয়ে থাকবে বলে জানালেন বিধায়ক।এদিন জেলা সভাপতি বিধায়কের স্ত্রীর সাথেও কথা বলেন। এবং যেকোন দরকার হলে ফোন করতে বলেন। আজকের দিনটা আমার কাছে মনে রাখার মতন দিন হয়ে থাকবে বলে জানালেন বিধায়ক নিজেই। সত্যি রাজনীতির উপরে মানুষ, এদিন শিলিগুড়ি তা ফের প্রমান করে দিল।