রাজ্যসরকার অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে নয়া আইন আনতে পারে একুশের নির্বাচনের আগেই
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকার কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্যের দাম নিয়ে পাল্টা আইন আনতে পারে বিধানসভা নির্বাচনের আগেই। দলীয় সূত্রে এমনটাই খবর মিলেছে। আর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপাতকালীন সংক্ষিপ্ত অধিবেশনও ডাকতে পারে বিধানসভায়। ইতিমধ্যেই দাম কমানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে।
তৃণমূল সূত্রে খবর, এই নতুন আইন আনা হতে পারে ডিসেম্বর মাসেই। তার জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বড়দিনের ছুটির আগেই। রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সেরে ফেলেছে বিল পাশের প্রাথমিক প্রক্রিয়াও। তবে এই বিল রাজ্যপাল মঞ্জুর করবেন কিনা রাজনৈতিক মহলে প্রশ্ন রয়েছে সেটা নিয়েও। প্রসঙ্গত , মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিয়ে লেখেন, আলু, পিয়াঁজ-সহ নিত্য প্রয়োজনীয় সবজির মূল্যবৃদ্ধি রুখতে এখনই পদক্ষেপ করুক কেন্দ্র। আর তা না হলে রাজ্য সরকার তা নিয়ন্ত্রণ করতে আইন আনতে বাধ্য হবে রাজ্যবাসীর স্বার্থেই । মূলত কেন্দ্র সেপ্টেম্বর মাসে অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে সংসদে।