রাজ্য পেতে চলছে আরও তিনটি নতুন বিশ্ববিদ্যালয়, বিল পেশ বিধান সভায়, বড় চমক থাকছে ভবানীপুরেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে রাজ্যে। এদিনের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক এমনটা ঠিক হয়েছে বলে জানা গেছে । রবীন্দ্রনাথ ঠাকুর আর রামকৃষ্ণ পরমহংসের নামে দু’টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে রাজ্য। একইসঙ্গে ভবানীপুরে হচ্ছে ভবাবীনপুর বিশ্ববিদ্যালয়। জানা গেছে , রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয় হবে আগরপাড়ায়। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় হবে ধনেখালিতে। ভবানীপুরে গ্লোবাল ইউনিভার্সিটি হচ্ছে ভবানীপুরে। এখন যে ভবানীপুর এডুকেশন সোসাইটি রয়েছে তা রূপ নেবে বিশ্ববিদ্যালয়ের।

ইতি মধ্যেই রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি (প্রাইভেট) বিল, রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল, ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল এসেছে বিধান সভায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুরে অবাঙালি ভোটার বরাবরই একটা ফ্যাক্টর। লোকসভায় বেশ কয়েকটি ওয়ার্ডে পিছিয়ে পড়েছিল তৃণমূল। ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভায় ৫টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। সেখানে এই নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের খবর ছাব্বিশের বিধানসভা ভোটের ময়দানে বেশ খানিকটা ছাপ রাখতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের। এদিকে বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৩। এই তিন নতুন বিশ্ববিদ্যালয় হলে সংখ্যাটা দাঁড়াবে ৪৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *