রাতের অন্ধকারে অপরাধ ক্রমশ বাড়ছে শহর শিলিগুড়িতে, চরম উদ্বিগ্ন সাধারণ মানুষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : যতই রাত হচ্ছে শিলিগুড়িতে বাড়ছে অপরাধ। বেশ কয়েকদিন ধরে যার পরিমান প্রচন্ড বেড়ে গেছে। শহর শিলিগুড়ির মানুষ এই পরিবেশে পরিচিত নয়। শিলিগুড়ির বাসিন্দারা জানাচ্ছেন তাদের সন্তানদের রাতের বেলায় বাইরে বের হতেই আতঙ্ক ছড়াচ্ছে তাদের মনে। এদিকে শিলিগুড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা যেন শিহরিত জাগায় সাধারণ মানুষকে। শহর শিলিগুড়ি যেন আগের থেকে অনেকটাই অচেনা। শহর আধুনিক হচ্ছে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ। একের পর এক অপরাধী যেন শিলিগুড়িতে জমিয়ে বড় হচ্ছে। এদিকে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কম জান না। বিভিন্ন রকমের নেশায় আসক্ত হচ্ছেন তারা। নেশামুক্ত পরিবেশ ঘুরতে গিয়ে আমরা আটকে গেছি অন্য ঠিকানায়। সহজ সরল জীবন যেন এখন একেবারেই বিলুপ্ত হয়ে গেছে

বাসিন্দারা আরোও জানান পরিবেশে বদলে এসে মানুষ বদলিয়েছে জীবন বদলে গেছে। তার সাথে এই শিলিগুড়িকে কিছুতেই যেন চেনা যায় না। বিগত কয়েকদিনে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় অপরাধ এবং অপরাধীর সংখ্যা সত্যিই মানুষকে স্তম্ভিত করে দেয়। শিলিগুড়ি আগে ব্যতিক্রমী শহর ছিল। এখন আর নয়। শহরের মানুষের মন এবং জীবনযাত্রা বদলেছে , বদলে গিয়েছে অনেক কিছুই। অপরাধ বাড়ছে, বাড়ছে অপরাধী। তাইতো শহর শিলিগুড়ির মানুষ নিজেদের সন্তানদের নিয়ে কিছুটা স্তম্ভিত এবং কিছুটা চিন্তিত। সময় হলে হয়তো বদলে যাবে অনেক কিছু কিন্তু কবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *