রামনবমীর দিন বন্ধ রাখতে হবে সব মদের দোকান, এমনটাই দাবি তুলল হিন্দু জাগরণ মঞ্চ
শিলিগুড়ি : সামনে রামনবমী, আর এই রামনবমীতে শিলিগুড়িতে বন্ধ রাখতে হবে সব মদের দোকান। হিন্দু জাগরণ মঞ্চ জানিয়েছে গোটা শিলিগুড়ি শহর জুড়ে মদের ফোয়ারা ছুটছে। যেকোনো উৎসব হলেই দেখা যায় পুরুষ এবং মহিলা একই সাথে বসে মদ্যপান করছেন, অথবা গাড়িতে মদ খেতে খেতে যাচ্ছেন। তারা এটা কোনভাবেই মেনে নেবেন না। এদিকে মহা রামনবমীর দিন কোনভাবেই যাতে মদ কেনা বেচা না হয় এদিন তার জন্য তারা স্মারকলিপি জমা দেয়। তাদের পক্ষ থেকে জানানো হয় যদি কেউ বা কারা ওই দিনে মদ্যপান করেন অথবা মদ কিনতে দেখা যায় তাহলে ওই দিনে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই শাস্তি দিতে হবে। ওই দিন একটি পবিত্র দিন কাজেই ওই দিনে যাতে কোন ধরনের অসামাজিকতা না দেখা যায় এই শহরের বুকে তার জন্য তারা এই আবেদন করছেন। তারা আরো জানান রামনবমীর দিনটিতে খবরে যাতে কোন রকম উশৃঙ্খলতা না দেখা যায় সেটার দিকেও তারা দৃষ্টি নিক্ষেপ করতে বলেছেন প্রশাসনকে।
