রামনবমীর দিন শিলিগুড়িতেও কি বন্ধ থাকবে মাংস বিক্রি ? বিরাট ধন্ধে সাধারণ মানুষ
শিলিগুড়ি : রামনবমীর দিন কি শিলিগুড়িতে মাংসের দোকান বন্ধ থাকবে? সাধারণ মানুষের মনে গত ৩-৪ দিন ধরে এই চিন্তা ঘুরপাক খাচ্ছে। কারণ ৬ই এপ্রিল রামনবমী , ওদিন রবিবার আর বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় হিন্দু পরিষদ, বিজেপির নেতা এবং সমর্থকরা একটা হাওয়া উড়িয়ে দিয়েছেন যে ওই দিন কোন দোকান মানে মাংসের দোকান খোলা রাখা যাবে না। যদিও কোন বিজেপির নেতৃত্ব ঘোষণা করেননি যে শিলিগুড়িতে রামনবমীর দিন মাংসের দোকান বন্ধ থাকবে।

এদিকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় পাঠা এবং মুরগির মাংসের বিক্রেতাদের মুখে শোনা গেছে একটাই কথা এমনিতেই বাজার নেই তারমধ্যে যা বিক্রি হয় রবিবার ছুটির এই দিনটিতে, কিন্তু সেই দিন যদি মাংস বিক্রি বন্ধ থাকে তবে সেটা তো ব্যবসার পক্ষে কোনভাবেই ভালো হতে পারে না। আর যদি তাই হয়ে থাকে আগের থেকে বলা দরকার। সব মিলিয়ে মুরগির মাংস এবং পাঁঠার মাংসের বিক্রেতাদের একটাই যুক্তি এভাবে কথা না ছাড়িয়ে তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হোক, সেই দিনটিকে কিভাবে নেওয়া হবে। সবার একটাই চিন্তা একদিন হলে কোন ব্যাপার না, এটা যদি বারেবারে হতে থাকে তাহলে তারা সমস্যায় পড়ে যাবে। তাই জন্য তারা চাইছেন তাদের পরিষ্কার করে জানানো হোক। ঠিক কি করা হবে , আর ঠিক এটাই শিলিগুড়ির সব মানুষের কথা।