রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাফাল যুদ্ধবিমানে উড়ান (সোরটি) সম্পন্ন করলেন হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে
নিজস্ব সংবাদদাতা : তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি, যিনি ভারতীয় বিমানবাহিনীর দুটি ভিন্ন যুদ্ধবিমানে সোরটি করলেন। এর আগে, ২০২৩ সালে তিনি মূলত সুখোই-৩০ এমকেআই বিমানে সোরটি করেছিলেন। রাষ্ট্রপতি এদিন আরো জানান একজন ভারতবাসী হিসেবে ভারতের মাটিতে জন্ম নিয়ে তিনি গর্বিত। তিনি এও জানান তিনি কাজ করে যেতে চান। তিনি এও বলেন ভবিষ্যতে যদি তাকে আরো বড় পদক্ষেপ নিতে হয় তিনি সেটাও নেবেন।


