রাষ্ট্রীয় হিন্দু মহা মঞ্চের তরফ থেকে এক প্রতিবাদ মিছিল বের হলো শিলিগুড়িতে
শিলিগুড়ি : কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ শিলিগুড়িতে এক বিশাল মিছিল বের করল রাষ্ট্রীয় হিন্দু মহামঞ্চ। এদিন শিলিগুড়ি ভেনাস মোড়ে এক বিশাল প্রতিবাদ সভাও করল তারা। সাথে পুড়লো সন্ত্রাসবাদীদের কুশপু তালিকা। তাদের তরফ থেকে জানানো হয় ২৭ জন নিরীহ মানুষের মৃত্যু, ভারতের মানবতার ইতিহাসে শুধু না পৃথিবীর মানবতার ইতিহাসে এক অপরুণীয় ক্ষতি। ক্ষমা করা যায় না, সন্ত্রাসবাদীদের। যারাএই জঘন্য কাজ করলো, নিরীহ লোকেদের হত্যা করল। আজকে তার বিরুদ্ধে আমাদের এই তীব্র প্রতিবাদ, শুধু শিলিগুড়ির প্রতিবাদ নয় গোটা দেশ জুড়ে চলছে প্রতিবাদ । এবং দেশের জন্য প্রতিবাদ। এই প্রতিবাদ মিছিল শুধু আজকের জন্য থেমে থাকবে না। এদিকে হিন্দু মহা মঞ্চের সদস্যরা এদিন জানান আগামী সাতদিন ধরে আমাদের প্রতিবাদ মিছিল বের হবে গোটা ভারতবর্ষ জুড়ে। যতদিন না পর্যন্ত সন্ত্রাসবাদীদের ধরা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ মিছিল চালিয়ে যাব। এদিন এমনটাই জানালেন হিন্দু মহামঞ্চের সদস্যরা।
