রেশন নিতে গিয়ে ভোগান্তি ক্রমশ বাড়ছে শিলিগুড়ির রেশন গ্রহীতাদের
শিলিগুড়ি : রেশন নিতে গিয়ে ভোগান্তি বাড়ছে রেশন গ্রহীতাদের, লিংক থাকে না বললেই চলে। এমনকি কোথাও আধার কার্ড আপডেট হয় না, হাতের ছাপ ওঠেনা। শিলিগুড়ির বেশ কয়েকটি রেশন দোকানের অবস্থা একই রকম।এদিকে রেশন না পাওয়ায় ক্ষুদ্ধ হয়ে পড়েন অনেকেই। অনেক গ্রহীতাই জানান এর থেকে হাতের লেখাই ভালো ছিল। ডিজিটাল করতে গিয়ে সমস্যা বেড়ে গেছে অনেকটাই । সমাধানের কোন উপায় নেই, একেক দিন একেক জায়গায় রেশন নিতে গিয়ে আমাদের চরম হয়রানি হতে হচ্ছে। কিন্তু উপায় নেই। রেশন কার্ড চালু রাখতে গেলে রেশন যে নিতেই হবে।
