রোগী এসে ফিরে যাচ্ছে , এমনি অভিযোগ উঠলো শিলিগুড়ি হাসপাতালের বিরুদ্ধে
শিলিগুড়ি : প্রতিদিন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে রোগীরা, এই অভিযোগ শিলিগুড়ির হাসপাতালের বিরুদ্ধে। গত তিন মাস ধরে , শিলিগুড়ি হাসপাতালের অবস্থা শোচনীয় হয়ে উঠছে। ডাক্তার আসছে না বলে অভিযোগ মানুষের, রোগীরা অনেকেই জানিয়েছেন দিনের পর দিন তারা দুর দুর থেকে এসে ফিরে যাচ্ছেন, কোন চিকিৎসা ছাড়াই , আর্থিক অবস্থা খারাপ হওয়ায় নার্সিং হোম অথবা প্রাইভেটে ডাক্তার দেখানো সামর্থ তাদের নেই, অথচ হাসপাতালে চিকিৎসা হচ্ছে না।
তারা আরো জানান গুরুতর অসুস্থ হলে সমস্যা আরো বাড়ছে , দিনের পর দিন একই ভাবে চলতে থাকায় হতাশ হয়ে পড়ছেন রোগীরা। অনেকেই মনে করছেন হাসপাতাল এবং মেডিকেল কলেজে চিকিৎসা করাতে গেলে জীবনের ঝুঁকে নিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। উপায় না দেখেই জমি বাড়ি সম্পত্তি বিক্রি করে নার্সিংহোমের দিকে ছুটছেন এই নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো। কাজেই একটা দুঃসময়ের মধ্যে দিয়ে চলছে রোগীরা। কবে ঠিক হবে এবং কিভাবে ঠিক হবে ? হাসপাতাল এবং মেডিকেল কলেজের অবস্থা কিছুই জানেন না তারা, এইভাবে চলতে গেলে অসুস্থ হয়ে পড়লে আমাদের কি হবে? কে দেখবে ? হতাশ হয়ে এমনটাই জানালেন তারা।