রোজভ্যালি মামলায় এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে জেরা করলো ইডি
বেস্ট কলকাতা নিউজ : অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি মামলায় তৃণমূল নেতা মদন মিত্র এই প্রথম জেরার মুখোমুখি হলেন ৷ বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন ব্যাপারে ইডি তাঁকে জেরা করে ৷ সোমবার এক নাগাড়ে টানা চার ঘন্টা তাঁকে জেরা করে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ ইডিসূত্রে পাওয়া খবর অনুযায়ী , প্রাক্তনমন্ত্রী মদন মিত্র ও রোজভ্যালি কর্নধারের মধ্যে সাক্ষাৎ হয় বেশ কয়েকবার ৷ সেই সাক্ষাতেই আর্থিক লেনদেনের প্রসঙ্গ ছিল৷ বর্তমানে রোজভ্যালি কর্নধার রয়েছেন জেলে ৷ তাঁকে জেরা করেই মদন মিত্রের নাম উঠে আসে৷ তার ভিত্তিতেই এদিন করা হয় প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়৷
এর আগে সারদা মামলায় মদন মিত্র দেড় বছরের বেশি সময় জেলে বন্দি অবস্থায় ছিলেন । ১৬-র ভোটে লড়েছিলেন জেল বন্দি থেকেই। কিন্তু সে বার হারতে হয় মদনকে। দিল্লি থেকে কপিল সিব্বল মদনের জামিন করাতে ছুটে এসেছিলেন কলকাতা হাইকোর্টে । কিন্তু কোনো জামিন হয়নি। সিবিআই-এর আইনজীবীরা আদালতকে জানিয়েছিল, মদন মিত্র প্রভাশালী লোক। ছাড়া পেলেই তথ্যপ্রমাণ লোপাট করে দেবেন। সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন। দিনের পর দিন পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে সময় কেটেছে মদনের। হুইল চেয়ারে চেপেই আদালতে হাজিরা দিতে গিয়েছেন। পরে অবশ্য জামিন পান তিনি। এখনও জামিনেই রয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী।