লালা-ঘনিষ্ঠ বামাপদ শিলিগুড়ি থেকে আটক হল কয়লা পাচার কাণ্ডে
বেস্ট কলকাতা নিউজ : সিবিআই কয়লা পাচার কাণ্ডে শিলিগুড়ি থেকে আটক করল লালা-ঘনিষ্ঠ বামাপদ দে কে৷ ইতিমধ্যেই তাকে নিয়ে আসা হয়েছে কলকাতার নিজাম প্যালেসে৷ সিবিআই সূত্রে আরও খবর, প্রভাবশালীদের কাছে এই বামাপদই পৌঁছে দিত লালার টাকা ৷ সপ্তাহে কোটি, কোটি টাকার লেনদেনও হতো এমনকি তাঁর হাত দিয়েই৷ এবার তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে ওই টাকা গিয়েছে কার কার কাছে৷
কয়লাকাণ্ডে এর আগেও এমনকি সিবিআই হানা দিযেছিল দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাড়িতেও।এছাড়া সিবিআই তল্লাশি চলে তাঁর অফিসেও৷ রণধীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিপুল টাকা বাজারে খাটানোরও। সিবিআই সূত্রের খবর তিনিও টাকা রাখতেন এমনকি প্রভাবশালীদের কাছে।অন্যদিকে কয়লাকাণ্ডে ইডিও নামে তল্লাশি অভিযানে। একযোগে তল্লাশি অভিযান চলে ইডি ও সিবিআইয়ের। ইডির টিমের সঙ্গে ছিল মহিলা আধিকারিকরাও৷ তল্লাশি চালানো হয় কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায়৷ এদিন দিন উত্তর ও দক্ষিণ কলকাতা, আসানসোল, দুর্গাপুর, ডালহৌসি সহ একাধিক এলাকায় তল্লাশি অভিযান চলে।