শর্ট সার্কিট থেকে নার্সিংহোমে ভয়াবহ আগুন, শিলিগুড়িতে মৃত হল ১ জনের
শিলিগুড়ি : শিলিগুড়ি হাকিম পাড়ার একটি নার্সিংহোমে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা শহর জুড়ে। এমনিতেই পূজোর ছুটি, তার মধ্যে অক্টোবরে রাত রাস্তায় সেভাবে লোক ছিল না, সেই সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় এবং দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। রাত সাড়ে নটার পর এই ঘটনা ঘটে , ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে যাওয়ায় সেই সময় ওই নার্সিংহোমে কোন রোগীর ই আত্মীয়-স্বজন ছিলেন না।

এদিকে এদিন আগুন লাগার সাথে সাথে চিৎকার শুরু করে দেন নার্সিং হোম স্টাফরা। দৌড়ে আসেন এলাকার বাসিন্দারা, এবং আশেপাশের বেশ কিছু সাধারণ মানুষ। ছুটে আছেন সামনের নার্সিংহোমে থাকা কর্মরত কর্মীরাও। অনেকে ওই সময় রোগীর আত্মীয়দের খবর দেন, তারাও উদ্বিগ্ন অবস্থায় ছুটে আসেন নার্সিংহোমে, অনেক রোগীকেই স্যালাইন নেওয়া অবস্থায় নার্সিংহোম থেকে বের করে নেওয়া হয়। চলে আসেন ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব ঘোষ, প্রথমে দমকলের তিনটি এবং পরে দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে । বাসুদেব ঘোষ এদিন জানান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তবে অবস্থা নিয়ন্ত্রণে । রো গীর আত্মীয়রা ছুটে এসে তাদের রোগীদের কাছে দাঁড়ান। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন রাত দশটার পর অবস্থা আয়ত্তে আসে। মৃত রোগীর পরিচয় জানা না গেলেও বহিরাগত ছিল সে। এদিকে এদিন নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চিন্তার কোন কারণ নেই বলেও।

