শহরে ফের অবৈধ কল সেন্টারের সন্ধান পেল লালবাজার, অবশেষে গ্রেফতার হল ১৮ জন অভিযুক্ত
বেস্ট কলকাতা নিউজ : ফের মিলল অবৈধ কল সেন্টারের হদিশ । গ্রেফতার হলেন ১৮ জন ৷ এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার হাটগাছা অঞ্চলের যোধ ভীম রোড । সেখানকার একটি অবৈধ কল সেন্টারে বৃহস্পতিবার রাতে হানা দেন কলকাতা পুলিশের সাইবার সেলের গোয়েন্দারা । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার শুক্রবার জানিয়েছেন, কলকাতা সাইবার থানার নেতৃত্বে একটি যৌথ অভিযান চালিয়ে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে । লালবাজার সূত্রে খবর, গ্রেফতার হওয়া মোট ১৮ জনের মধ্যে ওয়াদুদ আহমেদ এবং হ্যান্ডলার মজিদ অন্যতম কুখ্যাত সাইবার দুষ্কৃতী। লালবাজার সূত্রের খবর, এই অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে মোট ২৪ টি মোবাইল ফোন, ২২ টি কম্পিউটার হার্ডডিস্ক, দুটি রাউটার, ছ’টি হেডসেট এবং বহু গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন কাস্টমার ডেটা, কল লিস্ট, স্ক্রিনশট, ডায়ালার সফটওয়্যার ও রিমোট অ্যাকসেস সংক্রান্ত তথ্য উদ্ধার করে পুলিশ ।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই কল সেন্টারটি খুলে মূলত দেশে এবং দেশের বাইরে বসবাসকারী মানুষের সঙ্গে সাইবার জালিয়াতি করা হত । ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রী থেকে একাধিক বিদেশি নাগরিকের তথ্য মিলেছে বলে জানা গিয়েছে । ধৃত ১৮ জনকে এদিন তদন্তকারীদের তরফে আদালতে পেশ করা হয় । তাদের নিজেদের হেফাজতে নেয় কলকাতা পুলিশ । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তারা কীভাবে এই সাইবার জালিয়াতি চালাত এবং তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তাও জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।