শহর জুড়ে অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থা এবং ইস্টার্ন বাইপাস রোড ও অন্যান্য রাস্তা সমূহের রিফ্লেক্টর লাইটের উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক শিলিগুড়ি পুরসভায়
শিলিগুড়ি : শিলিগুড়ি শহর জুড়ে অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থা এবং ইস্টার্ন বাইপাস রোড সহ অন্যান্য রাস্তা সমূহের রিফ্লেক্টর লাইট ইত্যাদির উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো শিলিগুড়ি পুরসভার সভাকক্ষে। এদিন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয় রঞ্জন সরকার জানান, ট্রাফিক সমস্যা এবং রিফ্লেক্টর লাইট নিয়ে একটা আলোচনা সভা দরকার ছিল। সবার উপরে মানুষের পরিষেবা, সেটা যদি মানুষ ঠিকভাবে না পায় তবে কি কারণে, আমরা আছি।

এদিন মেয়র আরও জানান শিলিগুড়ির মানুষকে পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। শিলিগুড়ির মানুষ আমাদের ভোটে জিতিয়েছেন, এবং আগামী দিনেও আমাদের পাশেই থাকবেন বলে আমরা মনে করি। তবে মানুষের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা পৌঁছে নিয়ে যেতে হবে। তবেই তো মানুষ আমাদের পাশে দাঁড়াবে। শিলিগুড়িকে মেগাসিটিতে পরিণত করতে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। যেটার বাস্তবায়ন করা একান্তই জরুরী। শিলিগুড়ি এবং তার আশে পাশের মানুষের জন্য, শিলিগুড়ি পুরসভা সব সময় তৈরি। তাই এই জরুরী আলোচনা সভা দরকার ছিল আমাদের জন্য। আমরা এবার চিন্তা করব, কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সার্বিক উন্নয়ন করা যায়।