শহর শিলিগুড়িতে পর পর চুরির ঘটনা , অবশেষে গ্রেফতার হল তিন অভিযুক্ত
শিলিগুড়ি : দিনের বেলায় চুরি হচ্ছে শিলিগুড়িতে দিনের পর দিন এই ঘটনা ঘটে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন সাধারণ মানুষ। অবশেষে এদিন তিনজন চোরকে ধরল পুলিশ। জানা গেছে তারা সকলেই শিলিগুড়ির বাসিন্দা। তাদের বাড়ি প্রধান নগরে । এর আগেও তারা বহুবিধ অপরাধীদের সাথে যুক্ত ছিলেন। তবে এরা ছোটখাটো চুরি করে থাকেন, বড় কোন অপরাধ তারা করেনা। জানা গেছে দিন কয়েক আগে ভারত নগর, সুভাষপল্লী এবং ডাব গ্রামে একাধিক চুরির ঘটনা ঘটে, যার হদিস করতে পারছিলেন না কেউ যে কে দোষ করছেন, অথবা কারা দোষ করছেন, এদিকে পুলিশ দাবি করে এরা তিনজন আগেও বহু চুড়ির কাণ্ডে যুক্ত ছিলো। আবার এরাও জানায় এর আগে তারাও বেশ কয়েকটি জায়গায় চুরির চেষ্টা করেছিল। অপরাধীরা আপাতত পুলিশের হেফাজতে। বহু অপরাধের সাথে যুক্ত থাকার প্রমাণ এদের কাছ থেকে পুলিশ পায় বলে সূত্রের খবর।
