শহর শিলিগুড়ি ঠান্ডায় কাবু হল বছরের প্রথম দিনেই, ব্যাহত হল জনজীবন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বছরের প্রথম দিনেই প্রবল ঠান্ডা কাঁপিয়ে দিল শহর শিলিগুড়ির মানুষকে। ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডায় এদিন সকাল থেকে কাঁপতে থাকে শহর শিলিগুড়ির মানুষ। প্রচন্ড ঠান্ডায় এদিন সকাল থেকেই রাস্তায় মানুষের সমাগম একেবারেই কম ছিল। বছরের প্রথম দিন অনেকেই চার চাকা নিয়ে বাইরে বেরিয়ে পড়েন। কিন্তু প্রচন্ড ঠান্ডায় অনেকেই রাস্তায় আসতে পারেনি কুয়াশার জন্য। প্রচন্ড ঠান্ডায় এই দিন বর্ষবরণের সকাল একেবারেই অন্যরকম হয়ে গেল শহর শিলিগুড়ির মানুষের কাছে।

এদিকে শিলিগুড়ির প্রধান তিনটি রোড, হিলকার্ড রোড, সেবক রোড এবং বর্ধমান রোডে সব যানবাহনই গতি একেবারে কমিয়ে দেয়। এদিকে পয়লা জানুয়ারি , বছরের প্রথম দিন বন্ধ সবকিছুই। বেসরকারি ,সরকারি অফিস , ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ সবকিছুই এদিন বন্ধ থাকায় মানুষও ছুটির আমেজে সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ে,তবে প্রথম দিনই চমকে দিলো ব্যাপক ঠান্ডা, প্রবল ঠান্ডা বছরের প্রথম দিনটা একটু অন্যরকম করে দিল শহরের মানুষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *