শিয়ালদহ স্টেশনে ৩০ লাখ মূল্যের সোনা উদ্ধার হল যৌথ অভিযানে, গ্রেপ্তার ১ অভিযুক্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP) এর যৌথ উদ্যোগে শিয়ালদহ স্টেশনে সফল অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ মূল্যের সোনা উদ্ধার করা হয়। অপরাধ প্রতিরোধ ও সনাক্তকরণ স্কোয়াড এই অভিযানে নামেন (CPDS) শিয়ালদহ-এর সহকারী উপ-পরিদর্শক (SI) হরদেশ কুমার, কনস্টেবল অতুল কুমার এবং মহিলা কনস্টেবল মধুরী পাঠক, GRPS শিয়ালদহের বিশেষ সহযোগিতায়। অভিযানের সময়, এক সন্দেহভাজন ব্যক্তিকে নজরে এনে তাঁকে থামিয়ে তল্লাশি চালানো হয়, যার ফলে ৩৪৮.৭৯ গ্রাম ওজনের কাস্টিং সোনা উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ।

জানা গেছে আটক ব্যক্তির নাম রাহুল সাতরা (২৫), যিনি উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার খালিদপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, বনগাঁ-শিয়ালদহ লোকাল ট্রেনে করে তিনি বনগাঁ থেকে কলকাতা আসছিলেন। তবে বৈধ কোনো নথি তিনি দেখাতে ব্যর্থ হন, যা তাঁর কাছে থাকা সোনার বৈধতা প্রমাণ করতে পারে। এদিকে অভিযান শেষে, এস আই হরদেশ কুমার অভিযুক্ত রাহুল সাতরাকে গ্রেপ্তার করেন এবং বাজেয়াপ্ত সোনা হেফাজতে নেন। এরপর GRPS শিয়ালদহ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয় এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *