শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো নর্থ বেঙ্গল আর্ট একাডেমির বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে নর্থ বেঙ্গল আর্ট একাডেমির তরফ থেকে অনুষ্ঠিত হলো অংকন প্রতিযোগিতা। মেয়র গৌতম দেব এদিন এই অংকন প্রতিযোগিতার উদ্বোধন করে জানান শিলিগুড়িতে বহু প্রতিভাবান শিল্পী আছেন। যাদের শিল্প প্রচার হয় না, আঁকা এমনই একটা জিনিস, যার প্রতিভা আছে সে একদিন প্রচারিত হবেই। শিলিগুড়িতে বহুদিন ধরেই বিভিন্ন শিল্পী বিশ্বের দরবারে অংকন প্রতিযোগিতায় সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন, আমি বহুবার এই নর্থ বেঙ্গল আর্ট একাডেমির আয়োজিত আকার প্রতিযোগিতায় এসেছি এবং প্রতিনিধিত্ব করে উৎসাহ দিয়েছি সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগীদের।

তিনি এও বলেন আমার মনে হয় যাদের প্রতিভা আছে তারা এগিয়ে এসে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিক , তবেই তো মানুষ তাদেরকে জানতে এবং চিনতে পারবে। শিলিগুড়ি এখন বিশ্বের দরবারে চিত্রিত এবং প্রচারিত, তাই শিলিগুড়ি শহরের শিল্পীদের আমি একটা কথাই বলবো কোথাও কোনো প্রতিযোগিতা হলে সেখানে অংশগ্রহণ করো , তবেই তোমরা এগিয়ে যেতে পারবে। তোমরা জানো কিভাবে এগিয়ে যেতে হয়। এই দিন এই অংকন প্রতিযোগিতার বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়াও নর্থ বেঙ্গল আর্ট অ্যাকাডেমির কর্ণধার সমেস ঘোষ, এবং উত্তরবঙ্গের বহু বিশিষ্ট সাহিত্যিক এবং কলা কুশলীরা। এই দিন রামকিঙ্কর হলে প্রায় ৩০০ জন শিল্পী এই প্রতিযোগিতায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *