শিলিগুড়িতে আবার গ্রেপ্তার হল ১ বাংলাদেশী নাগরিক, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
শিলিগুড়ি : বাগডোগরার পাইপলাইন থেকে গ্রেপ্তার হল এক বাংলাদেশী নাগরিক। জানা গেছে তার নাম আজিজুল ইসলাম। এদিন জেরার মুখে সে অবশেষে স্বীকার করে সে বাংলাদেশ থেকে এসেছে। তবে কি কারণে সে এখানে এসেছে এবং কার সাথে যোগাযোগ করবার জন্য শিলিগুড়ি এসেছে সেটা জানতে পারা যায়নি। সে তার নাম জানায় আজিজুল ইসলাম , তার বয়স আনুমানিক ২৯-৩০ বছর।

উল্লেখযোগ্য এর আগেও ঠিক উনিশ দিন আগে এক বাংলাদেশী নাগরিককে সন্দেহজনকভাবে বাগডোগরা সংলগ্ন এলাকা দিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। তখনই তাকে গ্রেফতার করে বিএসএফ। আবার ঠিক ১৯ দিন পরে এই বাংলাদেশি নাগরিক কে ধরল বিএসএফ। তবে সে বাংলাদেশ থেকে এসেছে, না এতদিন ভারতেই ছিল সেটা বলেনি। তার কাছ থেকে আরও তথ্য জানতে চেষ্টা চালায় বিএসএফ। বিএসএফ সেনা ছাউনি থেকে এদিন তাকে শিলিগুড়ি কোর্টে নিয়ে আসা হয়। এই নিয়ে পরপর এক মাসের মধ্যে দু জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো বিএসএফ।

