শিলিগুড়িতে আমাদের পাড়া এবং আমাদের সমাধান খতিয়ে দেখতে এলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়িতে চলছে আমাদের পাড়া এবং আমাদের সমাধান কর্মসূচি। শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডে মেয়র গৌতম দেব এদিন ঘুরেও দেখলেন আমাদের পাড়া এবং আমাদের সমাধান। মেয়র গৌতম দেব এদিন জানান স্থানীয় মানুষের সুবিধার্থে এবং তাদের জন্যই তৈরি হয়েছে এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। আজকে আমি এই ওয়ার্ডে ঘুরে বাসিন্দাদের সাথে কথা বলে অনেক কিছুই জানতে পারলাম এই প্রকল্প সম্পর্কে। এদিন মেয়র আরোও জানান এই প্রকল্প মানুষের অনেক কাজে লাগবে। আমাদের পাড়া এবং আমাদের সমাধান, সেটা আমাদেরই করতে হবে। অনেক মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি সম্পর্কে অবহিত নন। আমাদের সেই জায়গাটায় পৌঁছাতে হবে, এবং মানুষের স্বার্থে মানুষের কাছে আসতে হবে। মেয়র এদিন আরো বলেন সাধারণ মানুষের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সেভাবে কেউ বোঝেন না। এতগুলি প্রকল্প বাংলার মানুষের সুবিধার জন্যই তো করা হয়েছে।
