শিলিগুড়িতে উদযাপন করা হলো কন্যাশ্রী প্রকল্পের একাদশ তম বর্ষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে বিশ্ববন্দিত কন্যাশ্রী প্রকল্পের একাদশ তম বর্ষ উদযাপন করা হলো, শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধক গৌতম দেব বিভিন্ন কন্যাশ্রী স্বীকৃতিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার দিয়ে সম্মানিত করলেন। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত অধিকারীকারিকরা, এবং শিলিগুড়ি পুরো নিগম এর সকল এম এমআইসি এবং কাউন্সিলকাউন্সিলরা।

এদিন মেয়র গৌতম দেব জানান স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, সারা বিশ্বের বাজারে বন্দিত। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কন্যাশ্রী, এটা আমাদের কাছে যে কত বড় পুরস্কার এবং কত মূল্যবান সেটা ভাবলেই মন আনন্দে ভরে ওঠে। আজ মুখ্যমন্ত্রীর এই কন্যাশ্রী প্রকল্পের হাত ধরে কত কন্যা যে তাদের জীবনের মূল্যবান দিক খুঁজে পেল সে বিষয়ে গুনে শেষ করা যাবেনা। কন্যাশ্রীর হাত ধরে ভবিষ্যতে আরো স্বাবলম্বী কন্যা তৈরি হবে, যারা বিশ্বের দরবারে ভারতের এবং বাংলা সম্মান রক্ষা করবে। মুখ্যমন্ত্রী যখন এই প্রকল্প শুরু করেছিলেন তখন কেউ ভাবতেই পারেননি যে কন্যাশ্রী এতটা স্বীকৃতি পাবে, কিন্তু আজ বিশ্বের কাছে কন্যাশ্রী বন্দিত। সবাই জানে কন্যাশ্রী নামক এক প্রকল্প আছে আমাদের সোনার বাংলায়। এই প্রকল্প শুধু এই বাংলায় থেমে থাকে নি অন্য রাজ্য এই কন্যাশ্রী নাম দিয়ে নানা প্রকল্প শুরু হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের কথা কতটা চিন্তা করেন তা জ্বলন্ত উদাহরণ এই কন্যাশ্রী প্রকল্প। দীনবন্ধু মঞ্চে এদিন উপস্থিত ছিলেন প্রায় কুড়িটি স্কুলেরছাত্রীরা। এদিন গৌতম দেবের সাথে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এবং এমএমআইসি মানিকদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *