শিলিগুড়িতে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসে বৃক্ষরোপন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : বৃক্ষরোপণ করলেন মেয়র । এদিন শিলিগুড়িতে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে বৃক্ষরোপন করে মেয়র জানান গাছই একমাত্র পারে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে। কাজেই আমি সমস্ত শিলিগুড়ির নাগরিককে অনুরোধ করব আপনারা সবাই বৃক্ষরোপণ করুন।

এদিন তিনি আরো জানান একটি গাছ একটি প্রাণ এই ভেবে যদি আমরা চলতে পারি তবে আমাদের পরিবেশের ভারসাম্যকে আমরা রক্ষা করে এগিয়ে যেতে পারবো। আমি নিজে গাছ ভালোবাসি। গাছ থাকলে মানুষের জীবনে পরিবর্তন আসে। একটি গাছ একটি প্রাণ এমনি এমনি কেউ কাউকে বলে না। বৃক্ষরোপন করলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। এত গরম শিলিগুড়িতে এর থেকে একমাত্র রক্ষা পাওয়ার উপায় হলো বৃক্ষরোপণ। এটা আমাদের সকলের দায়িত্ব এবং এটা আমাদের কর্তব্য । আমাদের সমাজের একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসেবে এই কাজটুকু করা উচিত। মেয়রের সাথে এদিন বৃক্ষরোপন করেন পুরো নিগমের আধিকারিকরাও।