শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করলো দার্জিলিং জেলা বামফ্রন্ট
শিলিগুড়ি : তৃণমূল কংগ্রেস এবং বিজেপির অপশাসনের বিরুদ্ধে, এক সাংবাদিক বৈঠকে বসলেন দার্জিলিং জেলা বামফ্রন্ট।এদিন সভাপতি জীবেশ সরকার জানান, মানুষ ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে ঠিকই, কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে পরিষেবা দেওয়ার ব্যাপারে সম্পূর্ণভাবে ব্যর্থ, আর দোষ দিচ্ছে আমাদের মানে বামফ্রন্টকে। এটা যেমন হাস্যকর তেমনি বিভ্রান্তিকর, ভোট পেয়েছে ঠিকই, কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার ব্যাপারে কোন প্রয়োজনেও চিন্তা-ভাবনা করেনি। সেই কারণে শিলিগুড়ির মানুষের এই বেহাল দশা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে এবং মানুষের পাশে থাকতে সম্পূর্ণভাবে ব্যর্থ। বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে ক্রমাগত বঞ্চনা করাও হচ্ছে বলে এদিন জানান জিবেশ সরকার। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, তিনিও একই ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে।
এদিন অশোক ভট্টাচার্য জানান হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করে, গোটা ভারতবর্ষকে ক্রমাগত অকেজো করে দিচ্ছে বিজেপি, মানুষ ধর্ম দেখছে আর উন্নয়ন পিছিয়ে যাচ্ছে। একদিকে সেন্ট্রালে বিজেপি এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস, দুজনেই মানুষকে চরম বিভ্রান্ত করার খেলায় মেতে উঠেছে, এরা একে অন্যের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ঠিকই, কিন্তু আসলে এদের দুজনের মধ্যে অনেক মিল আছে। কিন্তু দেশের মানুষ বুঝতে পারছে না, আসলে ভিতরে ভিতরে কি খেলা হচ্ছে। সিপিএম নেতৃত্বের অন্যতম সমন পাঠক এদিন আরও জানান তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই বৃন্তের দুটি কুসুম, কিন্তু মানুষ এটা বুঝতে পারছে না। তবে যেদিন ভুল ভেঙ্গে যাবে, এই খেলা চিরতরে বন্ধ হয়ে যাবে, বলেও এদিন জানান তিনি।