শিলিগুড়িতে এবার থেকে আলু পাওয়া যাবে ” সুফল বাংলা ষ্টলে “
শিলিগুড়ি : শিলিগুড়িতে এবার পাওয়া যাবে ২৬ টাকা করে কেডি আলু। সুফল বাংলা স্টলে এবার পাওয়া যাবে ২৬ টাকা করে আলু। শিলিগুড়ি বিভিন্ন বাজারে এবার থেকে পাওয়া যাবে আলু। শিলিগুড়িতে ও আলুর দাম একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, কিনতে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। আলু পেঁয়াজ কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে গেছে সাধারণ মানুষের । সমস্যা বাড়ায় এবার থেকে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে ২৬ টাকা করে আলু। শিলিগুড়ি সব জায়গায় এবার পাওয়া যাবে এই আলু। সুফল বাংলায় এবার হয়তো এগিয়ে যেতে পারবে শহরের মানুষজনও ।