শিলিগুড়িতে কুকুরের নির্বীজকরণ করা হলো একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে
শিলিগুড়ি : শিলিগুড়িতে একটি স্বেচ্ছাসেবী সংসার উদ্যোগে কুকুরের নির্ভীজীকরণ করা হল। এদিন ঐ সংস্থা প্রায় ৬৫টি কুকুরের নির্বীজীকরণ করে। জানা গেছে শিলিগুড়িতে কুকুরের দাপটে রাস্তা দিয়ে চলতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন পথ চলতি মানুষ। তাই কুকুরের নির্বীজ করণ করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে পুরসভা আধিকারীদের। গত তিন বছরে প্রায় ১৪৩ টি কুকুরকে নির্বিচারণ করা হয়। এর ফলে পথ চলতি মানুষেরা কিছুটা হলেও কুকুরের অত্যাচার থেকে রেহাই পাবে।
এদিকে শিলিগুড়িতে কুকুরের দাপটে রাস্তায় চলা সমস্যা হয়ে গিয়েছে সাধারণ মানুষদের। চলতে গিয়ে কুকুরের ধাওয়া অন্যথায় কুকুরের কামড় বা নখের আঁচড় খেতে হচ্ছে তাদের। কুকুর নিয়ে সমস্যায় পড়ছে পুরসভা ও। তাই এবার কুকুরের সংখ্যা কমানো নিয়ে উদ্যোগ নিয়েছিল তারা। কুকুরকে মারা নয় কুকুরের নির্বিচারণ করতে হবে এই উদ্যোগ নিয়ে কাজে নেমেছে পুরসভা। শিলিগুড়ি বিভিন্ন ওয়ার্ডে বিশেষ করে শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ড কুকুরের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে রাতে কুকুরের জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ। তাই পুরসভা এবারে পুরসভা বিশেষ উদ্যোগ নিয়ে কুকুরের নির্বিচকরণ করছে।