শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে নকল করা ছাত্রের সংখ্যা, কমবে কিভাবে? উঠছে প্রশ্ন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে বাড়ছে নকল করা ছাত্র-ছাত্রীর সংখ্যা। তার মানে কি এটা প্রমাণিত হলো যে মেধাবী ছাত্র-ছাত্রী সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। ছাত্র-ছাত্রীরা পড়াশোনা না করে উত্তীর্ণ হতে যাচ্ছে। বই না পড়ে সময় না দিয়ে ভালো রেজাল্ট চাই এই প্রবণতায় বেড়ে গেছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। দুঃখের কথা তাদের অভিভাবকেরাও এই সমস্যা নিয়ে চলছেন। তারাও চান ছাত্র-ছাত্রী মানে তাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করুক। কিন্তু সঠিক পন্থায় নয় । শিক্ষকেরা কাকে কি বলবেন , এখন সবাই বলতে ভয় পান । কারণ বললেই তো সমস্যা , প্রতিবাদের স্তর যেদিকেই যাক আক্রান্ত হতে হচ্ছে সকলকেই। সেই কারণে মুখ বুজে ছাত্র-ছাত্রীদের এই অনৈতিক কাজ দেখে যাচ্ছেন অভিবাবকেরা এবং শিক্ষকেরা। এবং তার ফলাফল কি হচ্ছে ? ভবিষ্যতের দরজা অন্ধকার। কিন্তু কে বুঝবে? অথবা কে বোঝাবে? আমাদের নতুন ক্লাসে যেতে হবে , তার জন্য যাই ঘটুক না কেন ঘটে যাক। সমস্যার সমাধান হয়ে যাবে তো ? এটা অর্থের বিনিময় হোক কোন সমস্যা নেই।

এদিকে অনেক ভালো শিক্ষকও আছেন কিন্তু তারা সাহস পান না ছাত্র-ছাত্রীদের এই অনৈতিক কাজে বাধা দিতে। কারণ বাধা দিলেই তো সমস্যা, তার চেয়ে বড় কথা যা করছে করুক পাস করে যাবে বাস তাহলেই তো হল। সমস্যার সমাধান হবে না , কিন্তু আমরা তো সমস্যায় পড়বো না, এভাবেই এগিয়ে চলেছে ভবিষ্যৎ প্রজন্ম। নকল করে পরীক্ষায় পাশ করা অপরাধের মধ্যে পড়ে না। অতএব…..??.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *