শিলিগুড়িতে গ্যাসের দাম বেড়ে ৮৯০ টাকা, মাথায় হাত পড়লো মধ্যবিত্তের
শিলিগুড়ি : অন্যান্য শহরের মতো শিলিগুড়িতেও বাড়লো গ্যাসের দাম । শিলিগুড়িতে দাম বেড়ে দাঁড়ালো ৮৯০ টাকা। নতুন করে ফের আগুন ধরল মধ্যবিত্তের হেসেলে। শিলিগুড়ি স্থানীয় মানুষেরা জানান যেখানে চাকরি ব্যবসা কিছুই নেই জিনিসপত্রের দামে আগুন সেখানে গ্যাসের দাম বেড়ে যাওয়াটা সত্যিই একটা চরম অস্বস্তিকর বিষয়। কিভাবে এত বিপুল টাকা দেব ? আর প্রতি মাসে চলবেই বা কি করে? এই চিন্তাতেই আক্রান্ত মধ্যবিত্ত সমাজ। এদিকে অনেকেই জানান এভাবে দাম বেড়ে গেলে গ্যাস কেনাই সম্ভব হবে না তাদের পক্ষে। আগুন দাম বেড়েছে গ্যাসের আর তার সাথে সাথে ভুগছেন সমস্ত ক্রেতারা। অনেকেই জানিয়েছেন এদিকে চাকরি চলে যাওয়ায় চরম হতাশায় ভুগছেন মানুষ, এরপরে গ্যাসের দাম বেড়ে যাওয়া এবার এই বিনা মেঘে বজ্রপাতের মতন তাদের কাছে। মধ্যবিত্তের হেঁসেলে এটাও একটা বড় ধাক্কা।
