শিলিগুড়িতে জারি অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান, এমনকি চলছে ব্যাপক ধড় পাকড়ও
শিলিগুড়ি : নির্দিষ্ট নিয়ম করে দেওয়া হলেও কোন টোটোই মানছে না সেই নিয়ম। এক জায়গার টোটো অনায়াসেই চলে যাচ্ছে অন্য জায়গাতে। এই কারণে এদিন শিলিগুড়ির এয়ার ভিউ মোড়ে বিশেষ অভিযান চালানো হলো অবৈধ টোটোর বিরুদ্ধে। এদিন মূলত প্রচুর টোটোকে আটকও করা হয় শিলিগুড়ি পুলিশ এবং শিলিগুড়ি ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে। তাদের বিরুদ্ধে এক বা একাধিক অভিযোগ আছে বলেও এদিন জানানো হয় পুলিশের তরফ থেকে। তারা আরও জানান তাদেরকে একের পর একবার নিয়ম করে দেওয়া হলেও কোন নিয়মই তারা মানছে না। এর উপরে তারা নির্দিষ্ট নাম্বার ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রীদের নিয়ে চলে যাচ্ছে। এমনকি পুলিশও এর আগে তাদেরকে বহুবার সতর্ক করে দিয়েছিল। সেই নিষেধ অমান্য করে তারা টোটো চালিয়ে যাচ্ছিল। অবশেষে এদিন তাদের তাদের টোটোকে আটক করে পুলিশ। এদিকে আটক টোটো চালকরা জানায় তারা নিয়ম মেনে টোটো চালাচ্ছিলেন , কিন্তু পুলিশ তাদের কথা শোনে নি। অন্যায় ভাবে তাদের টোটোকে আটকে রেখেছে পুলিশ।


