শিলিগুড়িতে দরকার ক্রিকেট স্টেডিয়াম, এই আবেদন দেখা গেল এবারের আইপিএলে
শিলিগুড়ি : শিলিগুড়ির মানুষ বরাবরই ক্রিকেট প্রেমী। শিলিগুড়ি থেকে উঠে এসেছেন ঋদ্ধিমান সাহা , রিচা ঘোষের মতো বড় বড় খেলোয়াড়েরা। তারা ঘুরে গেছেন শিলিগুড়িতে। খেলে গেছেন বিভিন্ন ম্যাচ। আন্তর্জাতিক প্রতিযোগিতা না হলেও শিলিগুড়ি যে জনপ্রিয়তার দিক থেকে অন্য কোন শহরের থেকে একেবারেই যে পিছিয়ে নেই তার প্রমাণ পাওয়া গেছে একাধিক বার । গত তিন বছর থেকে শিলিগুড়িতে একটা আলাদা ক্রিকেট স্টেডিয়াম করবার আবেদন শুরু করা হয়েছে ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে। আর এখন সেটা আরও জোরদার হয়েছে। এবারের আইপিএল প্রতিযোগিতায় ইডেনে দেখা গেল সেই দৃশ্য। ” উই ওয়ান্ট ক্রিকেট স্টেডিয়াম ইন শিলিগুড়ি “। যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম শিলিগুড়ির ছেলে অরুণাভ চক্রবর্তী , তিনি জানালেন ক্রিকেট খেলতে এবং ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি আমি। আমি পাগল ভক্ত ক্রিকেটের। যেখানে যে প্রতিযোগিতা হয় আমি ছুটে চলে যাই। আইপিএল দেখতে যাওয়ার আগে মনে হয়েছিল এই দাবিটা কলকাতা গিয়ে করতে হবে। শিলিগুড়ির মানুষ আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যদি দেখতে পায় এর চাইতে আনন্দ আর কিছু হবে না। আমিও মনেপ্রাণে সেটাই চাই জানিয়ে দিল অরুণাভ চক্রবর্তী। এই স্বপ্ন যদি সফল হয় অন্যদের মতো আমিও আনন্দ পাব। ইডেনের ম্যাচে ব্যানার হাতেও তাকে দেখা গিয়েছে, এটা থেকেই পরিষ্কার শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম করাটা কতটা দরকারি।

এদিকে অরুণাভ চক্রবর্তী এও বলেন শিলিগুড়ি এমন একটা শহর যেখানে খেলাধুলার কোন বিকল্প থাকে না। আর শিলিগুড়িতে ক্রিকেট প্রেমে মানুষ আবদ্ধ হয়ে গেছে। কোন জায়গায় খেলা থাকলে পথ চলতে চলতে শিলিগুড়ির মানুষ দাঁড়িয়ে পড়ে রাস্তায় খেলা দেখবার জন্য, এই আবেগ আর কোন কোন শহর দেখাতে পারে। অরুণাভ চক্রবর্তী আরো জানান আমি এই দাবি চালিয়ে যাব যতদিন না পর্যন্ত শিলিগুড়ি আন্তর্জাতিক স্টেডিয়াম করার স্বীকৃতি পাবে। প্রচন্ড আনন্দের দিন হবে আমার কাছে সেদিন।