শিলিগুড়িতে দুই মহিলা মাদক পাচারকারী সহ গ্রেফতার হল তিনজন
শিলিগুড়ি : শিলিগুড়ির প্রধান নগর এলাকায় তিনজনকে গ্রেফতার করা হল মাদক পাচার করার অপরাধে। জানা গেছে এদের মধ্যে দুজনই মহিলা। এদের প্রত্যেকের বাড়ি বিহারে , বর্তমানে যারা প্রধান নগর এলাকায় বসবাস করতেন। প্রচুর টাকা থাকায় এরা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ওই এলাকার বেকার যুবক-যুবতীদের ভুলিয়ে-ভালিয়ে ওই কাজ করাতেন । শিলিগুড়ির প্রধান নগরের বিভিন্ন এলাকা জুড়ে মূলত চলত এই মাদক পাচারের কারবার। পুলিশ জেরা করে আরও জানতে পারে ওই মাদক পাচারকারীদের সাথে বহিরাগত মাদক পাচারকারীদেরও একটা যোগাযোগ ছিল, এবং একটা মোটা টাকারও লেনদেন হত।

আরো জানা যায় এর আগেও এরা শিলিগুড়িতে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ে। এদের সাথে আন্তর্জাতিক মাদক পাচারকারীদের কোনভাবে কোন যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখে পুলিশ। এদিকে এই নিয়ে ৩-৩ বার একই এলাকা জুড়ে এই ঘটনা ঘটায় সন্দেহ বেড়েছে এলাকার স্থানীয় মানুষদের। তারা বলেন এইসব এলাকা জুড়ে ক্রমাগত বেড়েছে বহিরাগতদের দাপট, তাই উচিত যতটা সম্ভব পারা যায় সন্ধ্যা বেলার দিকে বিভিন্ন দোকানের দিকে লক্ষ্য রাখার। কিন্তু প্রশাসনের উদাসীনতা এইসব কারবারীদের কাজকে সহজ করে দিয়েছে।