শিলিগুড়িতে পালন করা হলো শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং এর ৩৫৮ তম জন্মদিন
শিলিগুড়ি : অন্যান্য জায়গার মতো শিলিগুড়িতেও, মহা সমারোহে পালন করা হলো শিখদের দশম গুরু গোবিন্দ সিং এর ৩৫৮ তম জন্মদিন । শিলিগুড়ির চার্জ রোডে গুরুদ্বারা একারম্বর জন কনোদয়ের মধ্য দিয়ে এই দিনটাকে পালন করা হয়। এই উপলক্ষে এদিন বহু মানুষ, শ্রদ্ধা জানাতে আসেন এই গুরুদ্বারাতে। অনেকেই এদিন উপস্থিত হন প্রার্থনা করার জন্য। এমনকি এক বিশাল ৱ্যালিও বের হয়। প্রত্যেকেই এদিন ধ্বনি দিয়ে শ্রদ্ধাঞ্জলিও জানান শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিংকে।