শিলিগুড়িতে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে গেলেন বিধায়ক শঙ্কর ঘোষ
শিলিগুড়ি : এবারে প্রাতঃভ্রমণে বেরিয়ে শঙ্কর ঘোষ গেলেন ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে। এমনকি এদিন তিনি তাঁদের সুবিধা এবং অসুবিধার কথা জিজ্ঞাসা করলেন এবং শুনলেন। বিধায়ক এদিন জানান আমি সব শুনেছি। চেষ্টা করছি সমস্যার সমাধান করার। সময় লাগবে তবে আমি কথা দিলাম আমি সব কাজ করে দেবো। বিধায়ক এদিন শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে পৌঁছে গিয়ে জানান আমি আপনাদের সাথে আছি। দাদা শুধু আমাকে সমস্যার কথা বলবেন। আমি প্রাণপণ চেষ্টা করে যাবো এই সমস্যা মিটিয়ে দিতে। এদিন তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী এবং সমর্থকেরা।
