শিলিগুড়িতে ফুটবল একাডেমি নিয়ে বিশেষ বৈঠক করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি :শিলিগুড়িতে ফুটবল একাডেমি নিয়ে বিশেষ বৈঠক করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান অন্যান্য জায়গা থেকে শিলিগুড়ি অনেক আধুনিক এবং উন্নত, এখানে খেলার একাডেমী করা অত্যন্ত জরুরী। বিশেষ করে ফুটবল একাডেমি। এখান থেকে প্রচুর প্রতিভাবান ফুটবলার বাংলায় খেলেছে, জুনিয়র এবং সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতা গুলিতে শিলিগুড়ি থেকে আশা ছেলেরা অংশগ্রহণ করছে। এবং দর্শকদের ভালো ফুটবল খেলা উপহার দিচ্ছে। তাই আমাদের অনেক দিন ধরেই একটা চিন্তা-ভাবনা ছিল শিলিগুড়িতে একটা ভালো ফুটবল একাডেমি করার । যেটা করলে শুধু শিলিগুড়ি নয় গোটা উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবে।
এদিন তিনি আরোও জানান শিলিগুড়িতে ফুটবল খেলার প্রতি উৎসাহ আছে বহু ছেলেমেয়েরও। এমনকি মেয়েদের ফুটবল খেলার প্রতি আগ্রহ দেখে অবাক হতে হয়। ভালো কোচ দরকার, একজন ভালো কোচ যে কিনা অনেক বড় এবং ভালো ফুটবলার তৈরি করতে পারবে, শিলিগুড়িরকেও সুনাম এনে দিতে পারবে। তাই আমরা চিন্তা করছি শিলিগুড়িতে ফুটবল একাডেমি করার। যেখানে বাংলা তথা ভারত থেকে তাবড় তাবড় প্রাক্তন ভারতীয় ফুটবলারদের আনা হবে , যারা ফুটবল খেলে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করেছেন। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ি পুর নিগমের অন্যান্য এম এমআইসি এবং কাউন্সিলরাও।