শিলিগুড়িতে শিশুদের চিকিৎসা শিবিরের উদ্বোধন করলেন জেলা সভাপতি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : চিকিৎসা শিবিরের উদ্বোধন করলেন জেলা সভাপতি। তবে ঠিক সবার জন্য নয়, একেবারে শিশুদের জন্য। জেলা সভাপতি জানালেন শিশুদের চিকিৎসা করানো, প্রত্যেক বাবা-মায়ের কাছে একটা বিশাল বিশাল চিন্তার বিষয়। যেটা তারা নিজেদের দিয়ে করেন না, সেটা তাড়াতাড়ি শিশুদের জন্য চিন্তা করেন। সবারই তো আর্থিক সংগতি সমান থাকে না, যাদের থাকে না তাদের নিজেদের বাচ্চাদের চিকিৎসা করানো একটা কঠিন বিষয়। আজকে এখানে চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে শুধুমাত্র এই কারণে, যে যত দুষ্ট শিশু আছে শিলিগুড়িতে, এবং শিলিগুড়ির আশেপাশ দিয়ে সবাই যাতে এসে নিজেদের বাচ্চাদের সমস্যার সমাধান করে।

তিনি এও বলেন শরীর যদি সুস্থ না থাকে, বাচ্চাদের তবে তাদের বাবা মাও দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। আজকে এখানে যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে এখানে দূর দূরান্ত থেকে বাবা মায়েরা তাদের সন্তানদের চিকিৎসা করানোর জন্য এসেছেন। চিকিৎসা করার যে মানসিকতা প্রয়োজন সেটা তাদের মধ্যে আছে বলেই তারা এখানে এসেছেন। শুধুমাত্র একটাই চিন্তা করে যে তাদের সন্তানদের সুচিকিৎসা হবে। আজকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, এই ভেবে যে আমাদের ডাকে সাড়া দিয়ে তারা তাদের বাচ্চাদের চিকিৎসা করিয়ে নিয়ে গেলেন। এরপর আমাদের পক্ষ থেকে আরও বড় ক্যাম্প করা হবে, বলেও এদিন জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *