শিলিগুড়িতে শীতের শুরুতেই বাজারে হাজির হল কমলা লেবু
শিলিগুড়ি : শীতকাল মানে কমলালেবু, দার্জিলিংয়ের কোল ঘেঁষে থাকা শহর শিলিগুড়িতে প্রত্যেক বছর শীতের সময় কমলালেবুরও চাহিদা থাকে যথেষ্ট পরিমাণে। এদিকে শীতের শুরুতেই বিধান মার্কেট সহ বিভিন্ন বাজার গুলিতে দেখা গেল কমলালেবু। এই বিষয়ে একজন ফল ব্যবসায়ী জানান , সবে শীতের শুরু কমলালেবুর আমদানি হওয়া শুরু হয়েছে। মূলত মিরিক থেকে কমলালেবু আসছে। দাম ১০০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত। প্রত্যেক বছরের মতো এ বছরও কমলালেবুর চাহিদা রয়েছে। শীত বাড়লে চাহিদা আরোও বাড়বে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির ব্যবসায়ীরা।


