শিলিগুড়িতে শুরু হল ডিস্ট্রিক্ট ক্রিকেট কোচিং ক্যাম্প
শিলিগুড়ি : শিলিগুড়ির অগ্রগামী ক্লাব, এবং শক্তিগড়ের হাই স্কুল মাঠে শুরু হল অন্তরজেলা ডিসটিক কোচিং ক্রিকেট ক্যাম্প। এই ক্যাম্পে এসেছেন গোটা বাংলা থেকে প্রায় ১৪ টি জেলার ক্রিকেটার। এই ক্যাম্প হচ্ছে অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ২৫দের নিয়ে।
এই ক্রিকেট ক্যাম্পের প্রধান আয়োজক শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদের সভাপতি মনোজ ভার্মা জানান, এখন বাংলা থেকে প্রচুর উক্তি ক্রিকেটার যারা প্রতিভাবান ক্রিকেট খেলছে। শিলিগুড়ি বাংলাকে ঋদ্ধিমান সাহার মত ক্রিকেটার উপহার দিয়েছে। অগ্রগামী কোচিং ক্লাবে আসছেন একেবারে সাত বছরের ছোট খুদে ক্রিকেটারেরা, এটাই আমাদের কাছে আসার কথা। শিলিগুড়ি থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী ক্রিকেটার এই ক্রিকেট কোচিং ক্যাম্পে যোগ দিয়েছেন। তাদের বাবা মারাও প্রচন্ড উৎসাহী ছেলেদের খেলার মধ্যে রাখার বিশেষ করে ক্রিকেটের মধ্যে। তাই তারাও রোজ চলে আসছেন। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি থেকে প্রচুর প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আগামী দিনে বাংলার প্রতিনিধিত্ব করবে। আমি আশাবাদী এ নিয়ে জানালেন মনোজ ভর্মা। এই ক্রিকেট ক্যাম্প চলবে আগামী ২১ তারিখ পর্যন্ত। এবং এই ক্রিকেট কোচিং ক্যাম্পে কোচিং ক্রিকেটারদের নিয়ে ডিসেম্বর মাসে ইডেন ক্যাম্প সেমিনারের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন বাংলার তাবর তাবর প্রাক্তন ক্রিকেটারেরা।