শিলিগুড়ির আম বাড়িতে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে গ্রেপ্তার হল এক বিহারের বাসিন্দা
শিলিগুড়ি : আমি বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরার অপরাধে একজনকে গ্রেফতার করলোপুলি । তার নাম মিয়াজ মোল্লা। জানা গেছে বিহারের বাসিন্দা , হলেও সে গত কয়েক বছর ধরে শিলিগুড়িতে থাকছিল। এমনকি বহুদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের খবর ছিল পুলিশের কাছে। পুলিশ সূত্রে আরোও জানা গেছে শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকতো সে , এবং ঘর পরিবর্তন করত। টাকা পয়সা ভালোই থাকায় এই এলাকার বহু ছেলেকে এই ধরনের কাজে জড়িয়ে ফেলেছিল। টাকার লোভ দেখিয়ে তাদের দিয়ে কাজ করিয়ে নিতো সে। আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করবার জন্য পুলিশের সন্দেহ ছিল তার উপরে।অবশেষে ছদ্মবেশে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে ধরে ফেলে। সে জানায় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র পাচারের সাথেও জড়িত ছিল সে । এবং সে বাইরেও বিভিন্ন জিনিস পাচার করত। সে এখানকার বাসিন্দা না হলেও শিলিগুড়ি সব এলাকাই ছিল তার নক দর্পনে। তার বিরুদ্ধে আগের থেকেই বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ ছিল।
