শিলিগুড়ির তিন বাতি মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে আয়োজন করা হলো এক প্রতিবাদ কর্মসূচির
শিলিগুড়ি: চারিদিক থেকে বিজেপির বিরুদ্ধে স্লোগান উঠাতে হবে। এই দাবিতে অবশেষে মুখর হয়ে উঠলো যুব তৃণমূল কংগ্রেস। এদিন শিলিগুড়ির তিন বাতি মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আয়োজন করা হয়েছিল এক প্রতিবাদ কর্মসূচির। সাথে ছিল বৃক্ষরোপণও, এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন মেয়র গৌতম দেব জানান বিজেপি সারা দেশের মধ্যে বাংলা এবং বাঙালি বিরোধী একটা সংগঠন করতে চাইছে, যেন বাঙালিরা হিন্দু না, বাংলাকে চক্রান্ত করে সর্বনাশ করতে চাইছে বিজেপি। কারণ বারবার বাঙালিরাই বিজেপির সমস্ত চক্রান্তকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। অন্যান্য রাজ্যের সাথে পারলেও বাংলা সাথে এখনো পর্যন্ত পেরে ওঠেনি বিজেপি, তাই এই ধরনের নোংরা কার্যকলাপে লিপ্ত হতে চলেছে তারা। তবে আমরা তৃণমূল কংগ্রেস এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই এটা হতে দেবে না। তাই বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন অবশেষে আজ থেকে শুরু হয়ে গেল, সামনে বিধানসভা নির্বাচন, আর নির্বাচন আসলেই বিজেপির নানারকম নোংরা খেলা শুরু হয়ে যায়। এবারও তার কোনো ব্যতিক্রম নয়, তবে তৃণমূল কংগ্রেস এই ধরনের চক্রান্তকে রুখে দেবে, বাংলাকে ভাগ হতে দেব না আমরা এদিন এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।