শিলিগুড়ির দুই নম্বর ওয়ার্ডে বাঘাযতীন বিদ্যাপীঠ স্কুলে উদ্বোধন হলো এক নতুন ভোজনালয়ের
শিলিগুড়ি : শিলিগুড়ির দুই নম্বর ওয়ার্ডে বাঘাযতীন বিদ্যাপীঠ স্কুলে উদ্বোধন হলো নতুন ভোজনালয়ের। এদিন এই ভোজনালয়ের উদ্বোধন করেন মেয়র গৌতম দেব , বর্তমান শিলিগুড়িতে মিড ডে মিলের দায়িত্ব প্রাপ্ত এম এমআইসি শ্রাবণী দত্ত এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মেয়র গৌতম দেব এদিন জানান নতুন ভোজনালয় হলে সবচেয়ে আনন্দ পায় এই স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীরা। ওদের ইচ্ছে থাকে, আর দুপুরের খাওয়া একটু আলাদা ব্যাপার। ওদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা।

মিড ডে মিলের এম এমআইসি শ্রাবণী দত্তের কথায় যখন থেকে মিড ডে মিলে এই দায়িত্ব আমার হাতে এসেছে তখন থেকেই আমি চেষ্টা করেছি এইসব ছোট ছোট ছেলেমেয়েদের মুখে একটু হাসি ফোটাতে। ওদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে, ওরা পড়াশোনা করছে , পড়াশোনা করতে গেলে ভালো খাবারের প্রয়োজন। সেটা ওদের বাবা-মা হয়তো কোন কোন সময় তুলে দিতে পারেন, আবার অনেক সময় সমস্যা তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যা সমাধান করে দিয়েছেন, তিনি সবার জন্য ভাবেন, আজকে মিড ডে মিলের খাবার তার জ্বলন্ত এক প্রমান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমাদের নির্দেশ দিয়েছেন কোনভাবেই যেন বাচ্চারা বঞ্চিত না হয়। আমি সেই দায়িত্ব সামান্য হলেও পালন করতে পারছি, এটা ভেবেই আমি গর্বিত। সবাই ভালো থাকুক, আমার এটাই শুভকামনা থাকলো।